No Internet Connection !

ঢাকা জেলা পরিচিতি

প্রশ্ন: ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৭৭২ সালে।
প্রশ্ন: ঢাকা জেলার সীমানা কি? উ: ঢাকা জেলার সীমানা:

✅ উত্তরে: গাজীপুর ও মানিকগঞ্জ জেলা

✅ দক্ষিণে: মুন্সীগঞ্জ

✅ পূর্বে: নারয়ণগঞ্জ

✅ পশ্চিমে: মানিকগঞ্জ ও ফরিদপুর জেলা


প্রশ্ন: ঢাকা জেলার আয়তন কত? উ: ১,৪৬৩.৬০ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ঢাকা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: গণ শিক্ষায় ঢাকা।
প্রশ্ন: ঢাকা জেলার গ্রাম কতটি? উ: ২৫২৪৪ টি।
প্রশ্ন: ঢাকা জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৮৮৫ টি।
প্রশ্ন: ঢাকা জেলার থানা কতটি ও কি কি? উ: পুলিশ থানা ৯৬ টি, মেট্রোপলিটন থানা-৫০ টি, হাইওয়ে থানা-১২ টি, রেলওয়ে থানা-০৩টি, নৌ-থানা-০৫ টি।
প্রশ্ন: ঢাকা জেলার উপজেলা কতটি ও কি কি? উ: ৮৯ টি।
প্রশ্ন: ঢাকা জেলার পৌরসভা কতটি? উ: ৬৩ টি।
প্রশ্ন: ঢাকা জেলার নদ-নদী কি কি? উ: বুড়িগঙ্গা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, শীতলক্ষ্যা, ইত্যাদি।
প্রশ্ন: ঢাকা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: তৈরি পোশাক, ভোজ্য তেল, প্রসাধনী সামগ্রী, সাবান, তামাক, বৈদ্যুতিক সরঞ্জাম, সাইকেল, টেলিভিশন, বস্ত্র, পাট, সিরামিক, কাগজ, জুতা, ঔষধ প্রভৃতি শিল্প রয়েছে।
প্রশ্ন: ঢাকা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: লালবাগ কেল্লা, তারা মসজিদ, বাহাদুর শাহ পার্ক, কার্জন হল, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় শহীদ মিনার, সোহরাওয়ার্ধী উদ্যান, বায়তুল মোকাররম মসজিদ, আহসান মঞ্জিল, পরী বিবির মাজার, ঢাকেশ্বরী মন্দির, হোসেনি দালান, চামেলী হাউস, বঙ্গভন।
প্রশ্ন: ঢাকা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: নবাব স্যার সলিমুল্লাহ, সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা (প্রথম মহিলা পাইলট), ঋত্বিক ঘটক (পরিচালক), দীনেশ চন্দ্র সেন (গবেষক), নূর হোসেন (স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত হন), মতিয়ুর রহমান (৬৯-এর গণ আন্দোলনে নিহত), ফজল শাহাবুদ্দিন (সাহিত্যিক), অতুল প্রসাদ সেন (কবি), আতাউর রহমান খান (রাজনীতিবিদ), নবাব আবদুল গনি (জমিদার), নবাব আহসান উল্লাহ (জমিদার), কায়কোবাদ (মহাকবি), খাজা নাজিমুদ্দিন (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: dhaka.gov.bd
top
Back
Home
Gsearch